অস্বচ্ছল স্বামী কে বাচাতে চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন স্ত্রীর

অস্বচ্ছল স্বামী কে বাচাতে চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন স্ত্রীর

অস্বচ্ছল স্বামী কে বাচাতে চিকিৎসার জন্য সমাজের বৃত্তবানদের কাছে আর্থিক সাহায্যের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন তার স্ত্রী ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সুস্থ দেহে বেঁচে থাকার আকুতি নিয়ে দুরারোগ্য সেপ্টি আক্রান্ত অস্বচ্ছল স্বামী কে বাচাতে চিকিৎসার জন্য সমাজের বৃত্তবানদের কাছে আর্থিক সাহায্যের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন তার স্ত্রী ।

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা চৌডালা ইউনিয়নের মাদ্রাসা পাড়া গ্রামের মুস্তফা ৪৫ বছর বয়সি প্রায় ১০ বছর যাবৎ সেপ্টি রোগে আক্রান্ত তিনি। সেপ্টি আক্রান্ত জরাজীর্ণ দেহে একের পর এক বাসা বেঁধেছে নানা দুরারোগ্য রোগব্যাধি। বয়সের ভারে তিনি নূয়ে পড়েছেন। বর্তমানে এখন তিনি প্রায় বিছানায় শয্যাশয়ী। নিজের দেহটাকেএ খন তার নিজের কাছেই বোঝা মনে হয়। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে এ যাবৎ প্রতিবেশীদের সাহায্য সহযোগীতা প্রায় ১ লক্ষ টাকা ব্যয় করেছেন। চিকিৎসক পরামর্শ দিয়েছেন চিকিৎসা নেওয়ার জন্য। কিন্তু সহায় সম্বলহীন মুস্তফা নিরুপায় হয়ে বিনা চিকিৎসায় বাড়িতেই আছেন। এমতবস্থায় তিনি ও তার পরিবার চিকিৎসা ব্যয় ভার বহন করতে পারছেনা। তাই সমাজের বৃত্তবানদের প্রতি মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি ও তার পরিবার।

সেপ্টি আক্রান্ত মুস্তফা কান্নায় ভেঙ্গে পরেবলেন— মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য! “আমি বাঁচতে চাই! আমার চিকিৎসার জন্য সমাজের বৃত্তবানদের নিকট আর্থিক সহযোগিতা আবেদন জানাচ্ছি। “

ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব সেপ্টি আক্রান্তের পক্ষে বলেন— আমি সাধ্য অনুযায়ী সহযোগীতা করবো, আপনারা যারা সমাজের বৃত্তবান তারাও এই অসুস্থ মানুষটির জন্য মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেবার আহবান জানান।

সেপ্টি আক্রান্ত মুস্তফার স্ত্রী কারিমা বেগম তার স্বামীর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে বলেন, আমার স্বামী একজন হত দরিদ্র দিন মজুর গরীব, আমার পরিবারের সদস্য সংখ্যা ৩ জন। আমি অসহায় পরিবারের একজন পুত্রবধু। আমার স্বামী মুস্তফা (৪৫) দীর্ঘদিন যাবৎ দূরারোগ্য সেপ্টি রোগে ভুগছেন। অনেক চিকিৎসা করেও সুস্থতা করতে পারিনি। আমার স্বামী সামান্য একজন ভ্যান চালক। তিনি ভাড়াটিয়া ভ্যান চালিয়ে ৩ সদস্যের পরিবার সংসার টি কোনোমতো পরিচালনা করে আসছেন। তার উপর আমার স্বামী সেপ্টি রোগে ভুগছেন। চিকিৎসকের পরামর্শে ঔষধ নিজেদেরকেই কিনতে হয়। চিকিৎসকের মতে তাহার চিকিৎসা করতে ১ লক্ষ টাকার প্রয়োজন। এতো টাকা ব্যয় করা আমার স্বামীর সেপ্টি রোগের চিকিৎসা করানোর সাধ্য সামর্থ্য আমাদের নাই। তাই অবশেষে কোন উপায় না পেয়ে মাননীয় গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট এবং সমাজের মানবিক বৃত্তবানদের নিকট আমার স্বামীর সেপ্টি রোগের চিকিৎসা করানোর জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানাচ্ছি।

আর্থিক সহযোগিতা বা মানবিক সাহায্য পাঠাতে নিচে দেওয়া বিকাশ নাম্বারটিতে সাহায্য পাঠাতে পারেন, টাকা পাঠানোর আগে ফোনে কথা বলে পাঠাবেন। নম্বরটি দেওয়া হল —
(01745506644 বিকাশ) (01773022240 নগদ) (01745506644-0 রকেট) সাখাওয়াত হোসেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *