গোমস্তাপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সায়েন্স অলিম্পিয়াড
নুর মোহাম্মদঃ গোমস্তাপুর উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বিজ্ঞানচর্চার এক ব্যতিক্রমী আয়োজন সায়েন্স অলিম্পিয়াড। বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি এবং তাদের মেধাকে সঠিকভাবে বিকশিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় ১৫ টি প্রতিষ্ঠান থেকে ২৫০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শুক্রবার বিকেল ৪ টায় উৎসব কমিউনিটি সেন্টারে অলিম্পিয়াডের সমাপ্তি ও বিজয়ীদের পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।এছাড়া, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন এলাকার কৃতি সন্তান মোঃ সেফাউর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক, যশোর। জ্ঞানচক্র একাডেমির পরিচালক সারওয়ার হাবিব প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সায়েন্স অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ধরনের আয়োজন তাদের গবেষণায় আগ্রহী করে এবং ভবিষ্যতে নতুন উদ্ভাবনের পথ তৈরি করবে।”সম্মানিত অতিথি সেফাউর রহমান বলেন, “গোমস্তাপুরে এমন একটি বিজ্ঞান প্রতিযোগিতা আয়োজন সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষণের পথকে সুগম করতে এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন। আলোচনা শেষে সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা মেধাবীদের বাছাই করে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার: একটি ল্যাপটপ ও ক্রেস্ট
দ্বিতীয় পুরস্কার: একটি স্মার্টফোন ও ক্রেস্ট
তৃতীয় পুরস্কার: একটি স্মার্টওয়াচ ও ক্রেস্ট
চতুর্থ থেকে অষ্টম স্থান অধিকারীদের জন্য: একটি বাটন ফোন ও ক্রেস্ট নবম থেকে পঁচিশতম স্থান অধিকারীদের জন্য: আকর্ষণীয় বিজ্ঞান বই ও ক্রেস্ট অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে উৎসাহিত করেন। এবার গোমস্তাপুরে প্রথমবারের মতো আয়োজিত এই সায়েন্স অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চর্চার আগ্রহ তৈরি করেছে। এটি ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে বলে আয়োজকরা জানান।
Meri
Paragraph writing is also a excitement, if you be familiar with
after that you can write if not it is complex to write.
Feel free to visit my page :: See details