ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে রহনপুরে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে রহনপুরে বিক্ষোভ মিছিল

রহনপুরে ফিলিস্তিনিদের নির্বিচারে বোমা হামলা করে শিশু নিরীহ নারি পুরুষ কে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বোমা হামলা করে শিশু হত্যা ও নিরীহ নারি পুরুষ কে হত্যার প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজের পর রহনপুরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কলোনিমোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে বক্তব্য রাখেন হিজবুল্লাহ, শিবির নেতা মোত্তাকিম,মাওলানা শাহজালাল,তৌহিদবিন মুফাজল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর স্টেশন বাজার জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন, রহনপুর পুরাতন বাজার জামে মসজিদের ইমাম মুফতি মনিরুজ্জামান, মন্ডল টাইলস মসজিদের ইমাম নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, ফিলিস্তিনের মুসলমানদের জন্য অর্থ সংগ্রহ করে সেখানে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সমস্ত মুসলিম বিশ্বকে এক হবার আহবান জানান। সভা শেষে গাজায় নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *