গোমস্তাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

গোমস্তাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

গোমস্তাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নুর মোহাম্মদ, স্টাফ রিপোর্টারঃ সারাদেশের ন্যায় যথাযথ মর্যাদায় গোমস্তাপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যেদিয়ে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উদযাপিত হয়েছে। থানা পুুলিশের উদ্যোগে ৩১ বার ,তপোধ্বনির মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। দিবসটি উপলক্ষ্যে (২৬ মার্চ) বুধবার সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । পরে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সকাল আটটায় রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অবমুক্ত করা হয়, কুচকাওয়াজ ও শিশু কিশোরদের ডিসপ্লে প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যনা এর সভাপতিত্বে সকাল দশটায় রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল, অফিসার ইনচার্জ গোমস্তাপুর রইছ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রানী সম্পদ অফিসার ওয়াসিম আকরাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, আঃ মান্নান, ইদ্রিস আলি, ,সাংবাদিক ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *