রহনপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার করলেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ

বিএনপি নেতা আসাদুল্লাহ

রহনপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার করলেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে রহনপুরে তিন উপজেলার (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার করলেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ। শুক্রবার ২৮ মার্চ রহনপুর স্টেশন বাজারে অবস্থিত মহানন্দা হোটেল এন্ড রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৩৫ জন সাংবাদিকের উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমদ তার দীর্ঘ রাজনৈতিক জীবনের বাখ্যা দেন। তিনি আগামীতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪ চাপাইনবাবগন্জ ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করবেন বলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের অবহিত করেন। তিনি আশা করেন, দল তার রাজনৈতিক কর্মকাণ্ড সুবিবেচনায় নিয়ে তাকে মূল্যায়ন করবে। তিনি দলের সকল সিদ্ধান্তের প্রতি তার আস্থা প্রকাশ করেন। ইফতার মাহফিল এ দেশ, জাতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্হতা কামনা , দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু সহ জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্হতা কামনায় মোনাজাত করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *