গোমস্তাপুরে জীবন বীমার মরনোত্তর দাবির চেক বিতরণ

গোমস্তাপুরে জীবন বীমার মরনোত্তর দাবির চেক বিতরণ

গোমস্তাপুরে জীবন বীমার মরনোত্তর দাবির চেক বিতরণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জীবন বীমা কর্পোরেশনের ৩ লাখ ১৭ হাজার ৭০০ টাকার মরণোত্তর দাবির চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা দশটায় জীবন বীমা কর্পোরেশনের রহনপুর শাখা কার্যালয়ে এই দাবির চেক বিতরণ করা হয়। জীবন বীমা কর্পোরেশনের রাজশাহী রিজিয়ন অফিসের সহকারী জেনারেল ম্যানেজার ইনচার্জ আনারুল হক মরণোত্তর দাবির চেক মৃত নারীর স্বামী মোহাম্মদ আলী পান্নার কাছে তুলে দেন। রহনপুর শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর শাখার ডিএম ইনচার্জ ফরহাদ আলী। এ সময় বক্তব্য দেন রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর পূর্ণভবা মহানন্দা আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, জীবন বীমা কর্পোরেশনের রাজশাহী রিজিয়ন অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (উন্নয়ন) মনিমুল ইসলাম,রহনপুর শাখার সাবেক ইনচার্জ মুজিবুর রহমানসহ অন্যরা।

উল্লখ্য, গত বছর ২০ সেপ্টেম্বর মোহাম্মদ আলী পান্নার স্ত্রী বীমাগ্রাহক নাসরিন বেগম ৫ টি প্রিমিয়ার দিয়ে মারা যান। এরই প্রেক্ষিতে জীবন বীমা কর্পোরেশন তার স্বামীকে ৩ লক্ষ ১৭ হাজার ৭০০ টাকার চেক তুলে দেওয়া হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *