বাংগাবাড়িতে মহান বিজয় দিবস উদযাপন
গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকাল আট টায় বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ তাদের দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করে।এবং মুক্তিযোদ্ধা সংসদ বাঙ্গাবাড়ি ইউনিয়ন শাখা জাতীয় পতাকা উত্তোলন মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করে ও বাঙ্গবাড়ি ইউনিয়নে ১৪৩ জন বীর মুক্তিযোদ্ধার স্মরণে স্মৃতিস্তভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন বাংগাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সদেরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন সাপাটু, আঃ সাত্তার , মোজাম্মেল হক মাস্টার , আঃ মান্নান, শিক্ষক আঃ মান্নান সান্টু, দ্বীজেন পোদ্দার প্রমুখ।
Leave a Reply