গোমস্তাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়। শ্লোগানে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১৪ ও ১৫ জানুয়ারি দুই দিন ব্যাপি জাতিয় বিজ্ঞান মেলা রহনপুর আহমদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তত্ত্বাবধানে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় পৃষ্ঠপোষকতায় এই বিজ্ঞান মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যনা। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি কৃষ্ণচন্দ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, জাতীয় ফুটবল টিমের কোচ আব্দুর রাজ্জাক, রহনপুর আহমদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাকির হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম প্রমুখ। মেলাই মোট ২১ টি স্টল অংশগ্রহণ করে।
Leave a Reply