রাধানগর আবজারন নেছা উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব ও ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ গোমস্তাপুর উপজেলার রাধানগর আবজারন নেছা উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব ২০২৫ কেন্দ্র করে মাসব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল দশ টায় আয়োজিত বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হামিদ। প্রধান অতিথি ছিলেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান । বক্তব্য রাখেন ইউপি সদস্য আকরাম খান, নজরুল ইসলাম, আঃ রশিদ, সংরক্ষিত সদস্য চম্পা খাতুন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সহকারী শিক্ষক আনসারুজ্জামান প্রমুখ।সঞ্চালনায় ছিলেন শিক্ষক ফারুক হোসেন। আলোচনা শেষে খেলায় প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply