কুমিল্লা জেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কে হেনস্তাপ্রতিবাদে বাংগাবাড়িতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ কুমিল্লা জেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কে হেনস্তা করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয় । গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের বাংগাবাড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সন্তোষপুর বাজারে বৃহস্পতিবার বিকাল ৪ টা থেকে ৫টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয় । এই নববন্ধনে বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার মাহতাবুল আলম নুরী, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সাবেক উপাধ্যাক্ষ মকবুল হোসেন, সাবেক কমান্ডার মোস্তফা কামাল, আঃ মান্নান, মোজাম্মেল হক, বোয়ালিয়া ইউনিয়ন সাবেক কমান্ডার নেজাম উদ্দিন, আলিনগর ইউনিয়ন সাবেক কমান্ডার বজলুল হক, তৈমুর আলি প্রমুখ । বক্তারা অবিলম্বে এই মুক্তিযোদ্ধাকে যারা লাঞ্ছিত করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
Leave a Reply